ইউটিউব ভিডিও ডাউনলোড

YouTube Video ডাউনলোড করার দারুণ একটি সফটওয়্যার

ইউটিউবের রুলস দিন দিন কড়া হচ্ছে, তাঁরা কোন মতেই চাচ্ছে না ইউটিউবের ভিডিও কেউ ডাউনলোড করুক। 

এর অনেক গুলো কারণ রয়েছে যেমন: ইউটিউবে কোন ভিডিও ডাউনলোড করার অপশন না পেলে, ভিউয়ার্সকে ওই ভিডিও দেখতে বার বার ইউটিউবের কাছে আসতে হবে। ইউটিউব চায় একজন ভিউয়ার্সকে যতক্ষণ সম্ভব তাঁদের প্ল্যাটফর্মে ধরে রাখার এবং বার বার তাকে ফিরিয়ে আনার। এতে করে তাঁদের ভিডিওতে ভিউয়ের সংখ্যা বৃদ্ধি পাবে যার ফলে বেশি বেশি বিজ্ঞাপন শো করতে পারবে।

এইজন্যই সরাসরি ভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অপশন পাবেন না, এমনকি ভিডিও ডাউনলোড করার কিছু ভালো ভালো অ্যাপস গুগোল প্লে-স্টোর থেকে ব্যান করে দিয়েছে।

তাহলে ভিডিও ডাউনলোড করার কি কোন অপশন নেই?

হ্যাঁ আছে, তবে সেজন্য আপনাকে থার্ড পার্টি কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে, যা ব্যবহার করে খুব একটা সন্তুষ্ট হবেন না। এমন অনেক ধরণেরই সফটওয়্যার আছে, গুগোলে সার্চ করলে পেয়ে যাবেন । এর মধ্যে সব থেকে ভালো মনে হয়েছে Viddly সফটওয়্যারটি।

এটি ব্যবহার করা খুবই সহজ, Viddly আপনার ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল থাকলে আর কিছুই করতে হবে না। শুধু Viddly সফটওয়্যার টা অপেন করে নিবেন, তাঁরপর যে কোন ব্রাউজার থেকে ইউটিউবে গিয়ে যে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্ক কপি করবেন, ব্যাস Viddly অটোমেটিকভাবে সেই লিঙ্ক তাঁর ডাউনলোড অপশনে জেনারেট করে নিবে, তখন সেখান থেকে আপনি কত রেজুলেশনে ভিডিও অথবা কি ধরণের অডিও চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন, এর ডাউনলোড হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top