ইউটিউব থেকে টাকা আয়

ইউটিউবে কোন ধরণের ভিডিওতে বেশি ইনকাম করা যায়? নিশ আইডিয়া

একটা ভ্রান্ত ধারণা আছে যে YouTube হচ্ছে ডলারের ক্ষণি যত ভিউ ততই ডলার। কিন্তু আদৌ কি তাই? ভিডিও বানালে আর ভিউ হলেই কি শুধু টাকা আর টাকা? আপনারা নিশ্চয় অনেক ইউটিউবারকে বলতে শুনেছেন ইউটিউব থেকে যা আয় হয় তা দিয়ে চলাই মুশকিল কিন্তু তাঁদের ফ্যান ফলোয়াররা ভাবে ঠিক উল্টোটা, ঔই যে ডলারের ক্ষণি😃

হ্যাঁ ইউটিউবারদের এই কথা সত্য, শুধু ভিডিও তে ভিউ হলেই টাকা আয় হয়না, এর ব্যাকেন্ডে অনেক কিছুই ম্যাটার করে। ১ লক্ষ ভিউ তে কারো যে টাকা আয় হয়,  ৫ লক্ষ ভিউ তেও আবার কারো কারো তার সমপরিমাণ হয়না।

কি ভিডিও বানালে বেশি টাকা আয় হয়? 

যদি শুধু মাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্য ইউটিবিং করতে চান তাহলে প্রথমেই বাংলা কনটেন্ট,হিন্দি কনটেন্ট অর্থাৎ এক কথায় আমাদের এশিয়ান অডিয়েন্স যেসব ভিডিও দেখে তা বানানো যাবে না। কেননা এইসব দেশে কোম্পানীগুলো অ্যাডের পিছে খুব বেশি টাকা খরচ করে না। আর যার কারণে CPC, RPM খুবই কম হয় , আর এই জন্যই ইনকামও কম হয়ে থাকে।

ভালো রেভিনিউ জেনারেট করতে চাইলে অডিয়েন্স হিসেবে আপনার সিলেক্ট করতে হবে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোকে। ভিডিও বানাতে হবে ইংরেজীতে, কারণ ইংরেজী ভিডিওর অডিয়েন্স সারা বিশ্বজুড়ে রয়েছে।

শুধু এগুলো করলেই হবে না, ভিডিও বানানোর টপিক অর্থাৎ নিশ সিলেকশন রিসার্স করে করতে হবে। এমন ধরণের নিশ সিলেক্ট করতে হবে, যাতে অ্যাডসেন্সের পাশাপাশি আরো বিভিন্ন উপায়ে মানি জেনারেট করা যায়, এতে করে আপনার একটি ভিডিও থেকে ২-৩ রকম উপায়ে ইনকাম করার রাস্তা খুলে যাবে।

নিশ সিলেক্ট করার সময় আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার সিলেক্ট করা নিশ ভবিষ্যতে থাকবে কিনা? ভবিষ্যতে এই নিশের জনপ্রিয়তা কেমন থাকবে সেটাও ভেবে চিন্তে নিতে হবে। একটা চ্যানেল আপনি বছরের পর বছর পরিশ্রম করে বড় করে তুললেন কিন্তু ভবিষ্যতে যদি সেটার ডিমান্ডই না থাকে তাহলে আপনার পরিশ্রম বৃথা ছাড়া আর কিছুই না।

ইউটিউবে অনেক জনপ্রিয় নিশ ছিলো, যা এখন হারিয়ে গেছে বা যাবার পথে। এই যেমন ধরুণ : ইউটিউবে আপনে (Toys video for kids) লিখে সার্চ করুন, লক্ষ লক্ষ ভিডিও পেয়ে যাবেন, ভিডিও গুলোতে ভিউয়ের সংখ্যা ও কম নয়, একজন সাধারণ মানুষ যখন এইসব ভিডিও দেখবে তাঁরা ভাববে এইসব ভিডিও বানিয়ে কি লাভ হয়? 

কিন্তু ২-৩ বছর আগেও এই Toys video ছিলো ইউটিউবারদের জন্য খুবই জনপ্রিয় একটি নিশ। আজ আর সেই নিশ জনপ্রিয় নেই, ইউটিউব আপডেটের পর বলে দিয়েছে এই ধরণের নিশে মনিটাইজেশন দিবে না, যারা মনিটাইজেশন পাবে তাঁদের ভিডিও কিছুটা অন্য রকম হতে হবে, শুধু Toys হলে চলবে না।

YouTube প্রফিটেবল কিছু নিশের আইডিয়া

  • টেক ভিডিও
  • গেমিং
  • প্রোডাক্ট রিভিউ
  • ট্রাভেল ভিডিও
  • ফুড ভিডিও
  • ফ্যাশন 
  • বিউটি
  • হেল্থ টিপর্স
  • ট্রাভেল ভিডিও
  • এনিমল
  • অ্যাফিলিয়েট
  • হাউ টু টাইপ ভিডিও
  • ডোমেইন হোস্টিং অ্যাফিলিয়েট
  • সফটয়্যার রিভিউ অ্যাফিলিয়েট

এই ধরণের নিশগুলো থেকে প্যাসিভ ইনকাম করা সম্ভব, তবে এর বাইরেও আরো হাজারো নিশ আছে।

কিভাবে ইউটিউব ইনকাম দেখা যায়??

যদি আপনার চ্যানেলের ইনকাম দেখতে চান তাহলে youtube creator studio এর মাধ্যমে দেখতে পারবেন। আর যদি অন্য কারো চ্যানেলের ইনকাম,ভিউ,পারফরমেন্স দেখতে চান তাহলে social blade অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন, তবে এটা সব সময় ইনকামের সঠিক রেজাল্ট দেখায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top