ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার

ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার কে?

কিছুদিন আগে একটা পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কি? ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি এইসব নিয়ে। যেহেতু মার্কেটিং করে একজন মার্কেটার তাই আগের পোস্টের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার কে তা নিয়ে।

ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার

একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটারকে আর ১০ জন সাধারণ ডিজিটাল মার্কেটারের মতো হলে চলবে না, অবশ্যই তাকে আলাদা হতে হবে। ডিজিটাল মার্কেটিং এর A-Z কনসেপ্ট সম্পর্কে তাঁর ধারণা থাকতে হবে। শুধু ডিজিটাল মার্কেটিং ই না, মার্কেটে কি ট্রেন্ড চলছে, মার্কেট কোন দিকে মুভ করছে, কাস্টোমার এন্ডে রিসেন্টলি কি কি এক্টিভিটিজ চলছে এইসব বিষয়েও নলেজ থাকতে হবে।

এসইও থেকে শুরু করে মিডিয়া বায়িং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, পিপিসি, এনালাইটিক্স, রিসার্স ইত্যাদি প্রায় সব বিষয়েই ফুল স্ট্যার্ক ডিজিটাল মার্কেটারের এক্সপেরিয়েন্স এবং দক্ষতার প্রয়োজন হবে। তবে একটি বিষয় লক্ষণীয় কোন মানুষেরই পক্ষে একসাথে অনেকগুলো বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব না, দক্ষতা এক জিনিস এক্সপার্টিজ আরেক জিনিস। একজন ফুল স্ট্যাক মার্কেটার সব বিষয়ে এক্সপার্ট হবে না কিন্তু প্রজেক্ট সম্পণ্ণ করার মতো দক্ষতা থাকবে। 

আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি আমাদের মাঝে একটা ভুল ধারণা বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন এসেছেন তাঁরা ভাবেন, ফুল স্ট্যাক মার্কেটিং মানে মার্কেটিং এর যাবতীয় বিষয়ে এক্সপার্ট হওয়া, যে ফুল স্ট্যাক মার্কেটার সে মার্কেটিং এর সব বিষয়ে এক্সপার্ট। এটা অনেক বড় একটা ভুল ধারণা, কোন কিছুই শেখার শেষ নেই, ডিজিটাল মার্কেটিং তো আরো নেই কারণ Digital Marketing একটা সমুদ্রের মতো।  এখানে প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, মার্কেটিং স্ট্রাটেজি চেঞ্জ হচ্ছে যার কারণে মার্কেটারদের সবসময় নতুন কিছু না কিছু শিখতে হচ্ছে, যেখানে একটা স্কিলেই এক্সপার্ট হওয়া অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যপার সেখানে মার্কেটিং এর সব বিষয়ে এক্সপার্ট হওয়া অনেক কঠিন একটি কাজ।

 একজন Full Stack Digital Marketer কিছু কিছু বিষয়ে এক্সপার্ট হয়ে থাকে একই সাথে মার্কেটিং এর অনান্য বিষয়গুলোতেও এক্সপেরিয়েন্স এবং দক্ষতা থাকে। তবে ওল্ড স্কুল মার্কেটার যাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বহু বছরের এক্সপেরিয়েন্স আছে তাঁরা একই সাথে ডিজিটাল মার্কেটিং এর অনেক বিষয়ে স্কিল্ড হয়ে থাকে, তাঁদের কথা ভিন্ন।

তো সবশেষে আমরা বলতে পারি যে, ডিজিটাল মার্কেটিং এর A-Z সম্পর্কে যার এক্সপেরিয়েন্স আছে এবং একই সাথে দক্ষতাও আছে সেই  ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top