htaccess ফাইল কি?

htaccess ফাইল কি? htaccess এর কাজ কি? 

htaccess এর ফুল ফর্ম হলো (hypertext access) এটি ডিসট্রিবিউটেড সার্ভার কনফিগারেশন ফাইল। ওয়েবসাইটের পাওয়ারফুল একটি ফাইল হলো  .htaccess ফাইল। এটি ওয়েবসাইটের হাই-লেভেলের কনফিগারেশনগুলোকে কন্ট্রোল করে। এই ফাইল এতটাই পাওয়ারফুল যে আপনার ওয়েবসাইটের এসইও তেও বড় ধরণের এফের্ক্ট পর্যন্ত ফেলতে পারে।

ওয়ার্ডপ্রেস ইউজারদের দারুণ কিছু ফিচারর্স অফার করে থাকে, যাতে করে নন-টেকনিক্যাল ইউজাররাও ওয়েবসাইটের কোর ফাইলে টাচ না করেই ইজিলি ওয়েবসাইট ম্যানেজ করতে পারে। তেমনি ওয়ার্ডপ্রেসের স্পেশাল একটি ফাইল হলো (.htaccess) ফাইল। সার্ভারে ওয়েবসাইট কিভাবে রান হবে তা মূলত কন্ট্রোল করে এই   htaccess ফাইল।

htaccess ফাইল এর কমন কিছু কাজ

  • URL রিডিরেক্টশন
  • লোড কাস্টোম এরর পেজ
  • সলভ এরর পেজ, লাইক ৪০৪
  • HTTP থেকে HTTPS ফোর্স
  • ব্লক আইপি এড্রেস
  • ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেট
  • নিদির্ষ্ট কোন ডিরেক্টরিতে পাসওয়ার্ড প্রোটেক্ট

উপরে উল্লেখিত এইসব কাজে htaccess ফাইল বেশি ইউজড হয়ে থাকে, এর বাইরেও আপনার কাস্টোম রিকোয়ারমেন্ট অনুযায়ী আরো অনেক ধরণের কাজ করতে পারবেন htaccess ফাইল এর মাধ্যমে।

ডাউনলোড .httaccess ফাইল

https://wordpress.org/support/article/htaccess/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top