স্টার্টআপ VS স্মল বিজনেস

স্টার্টআপ VS স্মল বিজনেস

আমাদের মাঝে একটা কমন ধারণা আছে যে, বিজনেস বলতেই স্টার্টআপ আবার ছোট বিজনেস বলতেই স্মল বিজনেস। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা সব বিজনেসই স্টার্টআপ নয় আবার সব ছোট বিজনেসই স্মল বিজনেস নয়। 

আজকের এই পোস্টে আমি আলোচনা করবো স্টার্টআপ এবং স্মল বিজনেসের মূল পার্থক্যগুলো নিয়ে, যাতে করে আপনি খুব সহজেই ব্যবসার ধরণ দেখে আইডেন্টিফাই করতে পারেন কোনটা স্টার্টআপ আর কোনটা স্মল বিজনেস।

স্টার্টআপ এবং স্মল বিজনেসের পার্থক্য

স্টার্টআপ: স্টার্টআপ রান হয় গ্রোথ ফোকাস, বিশেষ করে শুরুর প্রথম কয়েক বছর রেভিনিউ এর দিকে না তাকিয়ে গ্রোথ এর দিকে বেশি নজর দেয়া হয়। তাই বেশির ভাগ স্টার্টআপই বছরের পর বছর প্রফিট না করেই মার্কেট শেয়ার দখলের লক্ষ্য নিয়ে কাজ করে যায়।

স্মল বিজনেস: স্মল বিজনেস যাত্রার প্রথম থেকেই কাজ করে রেভিনিউ ফোকাস করে। এরা মার্কেট শেয়ারের দিকে অতটা গুরুত্ব দেয়না যতটা গুরুত্ব দেয় প্রফিট মেকিং এর দিকে। 

স্টার্টআপ: স্টার্টআপ এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ইনোভেশন। অধিকাংশ স্টার্টআপ রান হয় নতুন কিছু ইনোভেশন এবং ইউনিক কিছু করার মাধ্যমে।

স্মল বিজনেস: স্মল বিজনেসে ইনোভেশন টাইপ কিছু হয়না, এরা কাজ করে সবাই যা করছে তাই প্রচলিত নিয়মে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইনোভেশনের বদলে মডিফিকেশন ভার্সন নিয়ে কাজ করে স্মল বিজনেস।

স্টার্টআপ: স্টার্টআপ এর কোন লিমিটেশন থাকে না, এরা দেশের গন্ডি ছাড়িয়ে পুরো বিশ্বে তাঁদের ব্যবসা ছড়িয়ে দিতে পারে যার ফলে স্টার্টআপ এর মাধ্যমে তৈরি হয় বিশ্বের সব বড় বড় কোম্পানী।

স্মল বিজনেস: স্মল বিজনেসের একটা লিমিটেশন থাকে চাইলেও ওই নিদির্ষ্ট লিমিটেশনের বাইরে তাঁদের ব্যবসার প্রসার ঘটাতে পারে না, যার ফলে এরা সব সময়ই ছোট ব্যবসা হিসেবেই থেকে যায়। 

স্টার্টআপ: স্টার্টআপ কাজ করে বড়সড় আকারে যার ফলে তাঁদের প্রচুর ইনভেস্ট এর প্রয়োজন হয় তাই অধিকাংশ স্টার্টআপ ইনভেস্টর নিয়ে থাকে।

স্মল বিজনেস: এরা কাজ করে ছোট খাট আকারে তাই ইনভেস্টর এর প্রয়োজন হয়না তেমন, ব্যাক্তিমালিকানাধীন নিজস্ব ইনেভেস্টে ব্যবসা রান করে এরা।

স্টার্টআপ: স্টার্টআপে নতুন নতুন সব টেকনোলজি ব্যবহার করা হয় কাজের প্রয়োজনে বিভিন্ন টেকনোলজির ইনোভেশন ও হয়ে থাকে।

স্মল বিজনেস: সব স্মল বিজনেসের টেকনোলজির প্রয়োজন হয়না, ব্যবসার ধরণভেদে যাদের প্রয়োজন হয় মার্কেটে এক্সজেটিং টেকনোলজি দ্বারাই কাজ চালিয়ে নেয়।

স্টার্টআপ: ম্যানেজ হয় এক্সপার্ট দ্বারা এবং কাজের ক্ষেত্র ভেদে আলাদা আলাদা লোক থাকে যার কারণে স্টার্টআপ এ কর্মী সংখ্যা বেশি হয়।

স্মল বিজনেস: রান হয় অল্প লোকজনের দ্বারা এবং একই কর্মী একাধিক কাজে মাল্টিটাসকিং করে থাকে।

স্টার্টআপ: তাঁদের ব্যবসার গ্রোথ এর জন্য নতুন নতুন স্ট্রেটেজি তৈরি করে আলাদা ওয়েতে আগায়।

স্মল বিজনেস: মার্কেটে অলরেডি যে কমন স্ট্রেটেজি রয়েছে তা প্রয়োগ করেই তাঁদের ব্যবসা পরিচালণা করে।

স্টার্টআপ: ৯২% স্টার্টআপ প্রথম ৩ বছরের মধ্যে তাঁদের ব্যবসা বন্ধ করে দেয়, তাই স্টার্টআপে ফেইল হবার সম্ভবনা বেশি।

স্মল বিজনেস: ৩২% স্মল বিজনেস প্রথম ৩ বছরের মধ্যে তাঁদের ব্যবসা ক্লোজ করে দেয়, তাই স্টার্টআপের তুলনায় স্মল বিজনেস এর ফেইল হবার সম্ভবনা অনেকটাই কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top