ডিজিটাল মার্কেটিং টুলস

গ্রুপ বাই টুলস কি? ডিজিটাল মার্কেটিং টুলস

একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে প্রতিনিয়ত নির্ভর করতে হবে কোন না কোন টুলস এর ওপর। এই টুলসগুলো আপনার ডে টু ডে এর কাজে ডিসিশন নিতে হেল্প করবে এবং শর্ট টাইমে হিউজ পরিমাণ ডাটা প্রোভাইড করবে, যার ফলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে কয়েকগুণ।

আমার কাছে এই টুলসগুলো হলো ভাতের সাথে তরকারির মতো 🙂 ভাত খেতে গেলে যেমন তরকারি লাগেই, ঠিক তেমন মার্কেটিং এর কাজ করতে গেলে আমার টুলস লাগবেই।

তো আমার মতো যারা ডিজিাল মার্কেটিং এর সাথে জড়িত তাঁদের রেগুলার ভিন্ন ভিন্ন টুলস ইউজ করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই টুলসগুলোর প্রাইজ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক হাই হয়ে থাকে। যদি একদম মিনিমাম কয়েকটা টুলসের প্রাইজ ও হিসেব করি সেটাও মান্থলি সর্বনিম্ন ১০০০ ডলার প্লাস হবে। তো বুঝতেই পারছেন সবার পক্ষে এই প্রাইজ এফোর্ট করা সম্ভব না, বিশেষ করে যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখছে তাঁদের পক্ষে তো কখনোই না। তাহলে এর সমাধান কি? ওয়েল, এই প্রবলেম সলভ করার উদ্দেশ্যই মেইনলি গ্রুপ বাই টুলস এর জন্ম।  

গ্রুপ বাই টুলস কি?

কোন টুলস ডেডিকেইটেডলি না কিনে বরং কয়েকজন মিলে একত্রে কিনে ইউজ করাকেই গ্রুপ বাই টুলস বলে, সেটা যে কোন টুলস হতে পারে। 

এক্সম্পল হিসেবে যদি বলি: আমার কোন একটি টুলস কিনতে হবে যেটার হাই প্রাইজ আমার পক্ষে এফার্ট করা সম্ভব না। তাই আমার মতো সেইম প্রবলেম যারা ফেস করছে তাঁদের সাথে একত্র হয়ে সেই টুলস টা পারচেস করলাম, এতে করো আমরা সবাই টুলস পেলাম আবার খরচ ও কম পড়লো। এটাকেও আপনি গ্রুপ বাই সিস্টেম বলতে পারেন।

আবার ধরুণ আমি Semrush বা Ahrefs টুলস তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেডিকেইটেডলি ক্রয় করলাম যেটার প্রাইজ ১০০ টাকা। এখন এই টুলস আমি আরো ১০ জনের কাছে রিসেল করলাম ১২ টাকা করে। এর ফলে ওই ১০ জন অল্প টাকায় টুলস পেলো তাঁদের ১০০ টাকা খরচ করতে হলো না আবার আমি ১০০ টাকায় কিনে ১২০ টাকায় সেল করে মাঝখান থেকে ২০ টাকা প্রফিট করলাম। এভাবেই গ্রুপ বাই টুলস প্রোভাইডাররা সার্ভিস দিয়ে থাকে।

গ্রুপ বাই টুলস কোথায় পাবেন?

বাংলাদেশে এই মুহূর্তে কয়েকটি কোম্পানি গ্রুপ বাই টুলস সেল করছে, আমি মোটামুটি প্রায় সবারই সার্ভিস ইউজ করে দেখেছি এবং তার মধ্যে যেসব কোম্পানির সার্ভিস ভালো মনে হয়েছে তাঁদের নিয়ে অলরেডি আমার Tools Recommendation পেজে রিভিউ লিখেছি চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। 

গ্রুপ বাই প্রোভাইডাররা সিঙ্গেল টুলস থেকে শুরু করে মাল্টিপল টুলস এর প্যাকেজ সেল করে থাকে আপনার প্রয়োজনভেদে যে কোন টুলস কিনে ইউজ করতে পারবেন এবং ইউজ করতে কোন প্রকার প্রবলেম ফেস করলে তাঁদের সাপোর্টে যোগাযোগ করে সলিউশন নিতে পারবেন। তবে অধিকাংশ গ্রুপ বাই টুলস এর প্রবলেম হলো আপনি অফিসিয়াল সাইট থেকে কিনে যেভাবে স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন, গ্রুপ বাই সিস্টেমে সেটা পাবেনা। কিন্তু এটা অস্বাভাবিক কিছু না, যেহেতু অনেক কম খরচে আপনি টুলস পাচ্ছেন তো এইটুকু ঝামেলা সয্য করতেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top