কম্পিউটার প্রোগ্রামার

Founder of Quora – একজন আন্ডাররেটেড কম্পিউটার প্রোগ্রামার

Adam D’Angelo ফেসবুক তৈরির প্রথম থেকেই সাথে ছিলো। ফেসবুক যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন সে ফেসবুক ছেড়ে যাবার প্রস্তাব দেয়, তাঁকে ধরে রাখার জন্য অনেক কিছুই করা হয়েছিলো, তাঁকে যখন প্রশ্ন করা হয় এত ভালো স্ট্যাবল একটা জব ছেড়ে দিবে কেন? সে বলেছিলো ফেসবুক মাথা তুলে দাঁড়িয়ে গেছে, এখন আমার এখানে না থাকলেও চলবে। কথা বলছিলাম Adam D’Angelo কে নিয়ে।

বিশ্বের কয়েকজন বড় বড় প্রোগ্রামার সম্পর্কে যদি গুগলে সার্চ করি তাহলে মুহূর্তের মধ্যে অসংখ্য আর্টিকেল ভিডিও ইত্যাদি পেয়ে যাবো। কিন্তু এমন একজন প্রোগ্রামার আছেন, যে সবসময়ই থেকে গেছেন পর্দার আড়ালে। তাঁর সাফল্য অনুযায়ী জনপ্রিয়তা যতটুকু পাবার কথা ছিলো তা কিছুই পায়নি, হয়তো পাবার চেষ্টাও করেনি। 

Adam D’Angelo

  • ২০০২ সালের IOI Silver Medalist
  • হাই স্কুল জীবনে Synapse নামক মিডিয়া প্লেয়ার তৈরি করেছে।
  •  কোরার CEO এবং প্রতিষ্ঠাতা।
  • সে ছিলো ফেসবুকের প্রথম CTO
  • ফেসবুকের ০.৮% শেয়ার হোল্ডার।
  • ইনস্টাগ্রাম তৈরির সময় সে ইনস্টাগ্রামের এডভাইজার এবং ইনভেস্টর ছিলো।
  • নিজস্ব ২০ মিলিয়ন ডলার ইনভেস্ট করে ২০০৯ সালে Quora তৈরি করেন।
  • ২০১৮ সালে সে OpenAI এর বোর্ড অফ ডিরেক্টর এ যুক্ত হন।
  • ২০ বছর বয়েসে BuddyZoo – AOL Instant Messenger তৈরি করেন।
  • ফরচুন ম্যাগাজিন তাঁকে টেক দুনিয়ার স্মার্ট পিপোল বলে ফিচার করেন।

Adam D’Angelo কে নিয়ে বলতে গেলে শেষ হবে না, এর বাইরেও তাঁর অনেক এচিভমেন্ট রয়েছে। কিন্তু এত কিছু করার পরেও তাঁকে তেমন অর্থে কেউ চেনে না। মার্ক জাকারবার্গ বা বিল গেটস কে যেমন সবাই চেনে সেই অর্থে Adam D’Angelo কে তেমন কেউই চেনে না। টেক দুনিয়াতে একটু  যারা ঘাটাঘাটি করে তাঁরাই কম বেশি তাঁকে চেনে।

কারো কারো মতে, Adam D’Angelo দুনিয়ার সব থেকে ব্যাড অ্যাস প্রোগ্রামার আবার কারো মতে Adam D’Angelo সফল স্মার্ট বিজনেস ম্যান।

Quora তৈরি করার সময় সে বলেছিলো, আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, যেখানে জ্ঞান ভাগাভাগি হবে, অধিকাংশ মানুষই ভেবেছিলো তাঁর আইডিয়া ফেইল করবে, কিন্তু Adam D’Angelo যে কথা সেই কাজ, সবাইকে ভুল প্রমান করে দিয়ে কোরা প্রতিষ্ঠিত করলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top