ডোমেইন কেনা

ডোমেইন কেনার আগে যে ৬ টি বিষয় অবশ্যই চেক করে নিবেন

ডোমেইন যেটি কিনা ইন্টারনেট দুনিয়ায় আপনার ওয়েবসাইটের পরিচয় আপনার নিজের নাম টি যেমন অনেক চিন্তা-ভাবনা করে আকিকা দিয়ে রাখা হয়েছে, ঠিক তেমনি আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমটি ও অনেক যাচাই বাছাই করে রাখতে হবে। তা না হলে আপনার প্রিয় ডোমেইন এবং টাকা দুটাই জলে যাবে।

ডোমেইন নেম কিভাবে সিলেক্ট করবেন? কোথায় থেকে ডোমেইন কিনবেন? এইসব নিয়ে আমরা ইতিমধ্যে পূর্বের পোস্টগুলোতে আলোচনা করেছি তাই আজকে আর এইসব বিষয় নিয়ে কথা বলবো না। আপনি যে কোম্পানী থেকেই ডোমেইন রেজিট্রেশন করেন না কেন আজকের এই পোস্টে দেখোনো প্রসেস সব জায়গাতেই কাজে লাগবে। তো চলুন প্রসেস গুলো দেখে নেয়া যাক।

NOTE: নিজের নামের মতো ডোমেইন নেমটি ও আকিকা করে রাখতে হবে 🙂

ডোমেইন এর History চেক করুন

আপনি যে ডোমেইন টি কিনবেন সেটি পূর্বে কেউ কিনেছিলো কিনা সেই History চেক করে নিন। এটি চেক করার অনেক ওয়েবসাইট আছে তেমন একটি হচ্ছে: https://whoisrequest.com/history/ এখানে গিয়ে আপনার ডোমেইন নেম টি টাইপ করুন এবং Get History বাটনে ক্লিক করুন।

যদি এর আগে ডোমেইনটি রেজিট্রেশন না হয়ে থাকে তাহলে এমন দেখাবে। পূর্বে রেজিট্রেশন না হয়ে থাকলে গ্রিন সিগনাল ধরতে পারেন, ডোমেইনটি ফ্রেশ আছে।

যদি এর আগে ডোমেইন টি রেজিট্রেশন হয়ে থাকে তাহলে কবে রেজিট্রেশন হয়েছিলো এবং কবে এক্সপায়ারড হয়েছে যাবতীয় History দেখাবে। এর আগে ডোমেইনটি রেজিট্রেশন হয়ে থাকলে কি কাজে ব্যবহার করা হয়েছে এর আগে কোন প্রবলেম আছে কিনা সব কিছু প্রপারলি চেক করতে হবে। নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে সম্পূর্ণ চেক করে নিতে পারবেন।

পূর্বে ডোমেইনটি কি কাজে ব্যবহার করা হয়েছিলো চেক করে দেখুন

https://archive.org/ থেকে পূর্বে ডোমেইনটি কি ধরণের ওয়েবসাইট ছিলো চেক করে নিন। যদি ইলিগ্যাল, হার্মফুল বা এডাল্ট কোন ধরণের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে ওই ডোমেইন টি নেয়া থেকে বিরত থাকুন।

ফেসবুক ডোমেইন ব্লক চেক করুন

https://developers.facebook.com/tools/debug/ এখান থেকে আপনার ডোমেইন নেমটি দিয়ে Debug করে দেখুন ফেসবুকে ডোমেইনটি ব্লক আছে কিনা।

যদি ব্লক না থাকে তাহলে এমন দেখাবে, অর্থাৎ সব ঠিক আছে।

যদি ব্লক থাকে তাহলে এমনটি শো করবে, ফেসবুকে ব্লক থাকলে আপনার ওয়েবসাইট ফেসবুকে শেয়ার করতে পারবেন না। তাই ব্লক ডোমেইন নেয়া থেকে বিরত থাকুন।

এডসেন্স ব্লক আছে কিনা চেক করুন

আমরা অনেকেই ব্লগ সাইট শুরু করি গুগল এডসেন্স থেকে ইনকাম করার জন্য, তাই ডোমেইন নেম সিলেক্ট করার পূর্বে অবশ্যই এটি গুগল এডসেন্সে ব্যান আছে কিনা যাচাই করে নিবেন। এখান থেকে যাচাই করুন: https://adsensechecker.com/

যদি ব্যান না থাকে তাহলে এমনটি দেখাবে।

ট্রেডমার্ক চেক করে নিন

ট্রেডমার্ক যুক্ত ডোমেইন সবসময় এড়িয়ে চলতে হবে এটা আমরা ভালো করেই জানি, তাই ডোমেইনে ট্রেডমার্ক আছে কিনা এই ওয়েবসাইট থেকে যাচাই করে নিন।  https://trademark-search.marcaria.com/en/

কোন Country তে ট্রেডমার্ক চেক করবেন তা সিলেক্ট করে দিবেন, যেমন আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছিলাম ট্রেডমার্ক যুক্ত না থাকলে এমন টি শো করবে।

DMCA চেক করে নিন

এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই DMCA চেক করে নিন https://lumendatabase.org/

কোন সমস্যা না থাকলে এমনটি শো করবে।

DMCA যুক্ত থাকলে এমন ডিটেইলস পাবেন।

তো এই ছিলো আজকের মতো, আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে অনেক উপকৃত হবেন। ডোমেইন কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো চেক করে নিবেন, ধৈর্য্য ধরে এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top