alpha beta testing

আলফা, বেটা টেস্টিং কি? Alpha Beta Testing পার্থক্য কি?

আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন বড় বড় কোম্পানী তাঁদের সফটওয়্যার বা প্রোডাক্টের বেটা ভার্সন রিলিজ করেছে এবং ইউজাররা তা ইউজ করছে। এমন বিভিন্ন সফটওয়্যার বা প্রোডাক্ট রিলিজিং দেখতে দেখতে আমরা মোটামুটি Beta Version এই টার্মের সাথে পরিচিত হয়ে গেছি, কিন্তু অপরদিকে আমার ধারণা অধিকাংশ মানুষ Alpha Version এই কথাটির সাথে পরিচিত না। আজকের এই পোস্টে একদম সহজভাবে আমি  আলোচনা করবো আলফা এবং বেটা টেস্টিং নিয়ে।

আলফা টেস্টিং কি?

কোন সফটওয়্যার বা প্রোডাক্ট তৈরি হবার পর তা ডিরেক্ট রিয়েল ইউজারদের ইউজ করতে না দিয়ে, যারা এটি তৈরি করেছে তাদের দ্বারা বা নিজস্ব টিম মেম্বারদের দ্বারা বিভিন্ন ক্রাইটেরিয়াই ওই প্রোডাক্ট বা সফটওয়্যার টেস্ট করা হয়, এটিকে আলফা টেস্টিং বলে।

বেটা টেস্টিং কি?

প্রোডাক্ট বা সফটওয়্যার তৈরির পর এবং আলফা টেস্টিং সম্পন্ন করার পর তা ইউজারদের ইউজ করার জন্য রিলিজ করে দেয়া হয়। বেটা ভার্সনে অনেক প্রবলেম থাকবে এটা জেনেই রিলিজ দেয়া হয়। ইউজাররা Beta Version ইউজ করে বিভিন্ন প্রবলেম আইডেন্টিফাই করে ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রবলেম সলভ করা হয় এটাকেই বেটা টেস্টিং বলে।

NOTE: আলফা টেস্টিং নিজেরা করে, বেটা টেস্টিং রিয়েল ইউজাররা করে।

আলফা, বেটা টেস্টিং পার্থক্য

আলফা টেস্টিং:

  • আলফা টেস্টিং নিজস্ব এমপ্লয়িরা করে।
  • আলফা টেস্টিং ডেভেলোপার এন্ডে পারফর্ম করে।
  • বেটা টেস্টিং এ যাওয়ার আগে আলফা টেস্টিং এর মাধ্যমে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা হয়।
  • আলফা টেস্টিং করার জন্য ল্যাব বা টেস্টিং এনভারমেন্ট এর প্রয়োজন হয়।
  • আলফা টেস্টিং টেস্ট করতে অধিক সময়ের প্রয়োজন হয়।
  • আলফা টেস্টিং White Box, Black Box উভয় মেথডে টেস্ট করা হয়।
  • আলফা টেস্টিং এর মাধ্যমে দ্রুত প্রবলেম আইডেন্টিফাই করা যায়।

বেটা টেস্টিং:

  • বেটা টেস্টিং রিয়েল ইউজাররা করে থাকে।
  • বেটা টেস্টিং প্রোডাক্টের এন্ড ইউজারে পারফর্ম করে।
  • বেটা টেস্টিং ও প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা হয়।
  • বেটা টেস্টিং এ কোন ল্যাব বা এনভারমেন্ট এর প্রয়োজন হয় না।
  • বেটা টেস্টিং টেস্ট করতে বেশি সময় এর প্রয়োজন পড়ে না।
  • বেটা টেস্টিং Black Box মেথডে টেস্ট করা হয়।
  • ইউজারের থেকে ফিডব্যাক কালেক্ট করে তারপর প্রবলেম সলভ করা হয়, তাই বেটা টেস্টিং এ প্রবলেম সলভ করতে সময় এর প্রয়োজন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top