403 Forbidden Error কি?

403 Forbidden Error কি? কিভাবে সলভ করবেন?

আপনি হয়তো কোন না কোন সময় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে 403 forbidden error দেখেছেন বা ওয়েবসাইটের কোন ফাকা ডিরেক্টরি পেজে ভিজিট করলে permission error দেখতে পেয়েছেন। এটার মূলত কারণ ওয়েব মাস্টাররা অ্যাটাকারদের হাত থেকে সাইট সিকিউর রাখতে ওয়েবসাইটের কিছু কিছু ডিরেক্টরি এক্সসেস ডিসএলাউ  করে রাখেন।

403 Forbidden Error কি?

এই HTTP স্ট্যাটাস কোড দিয়ে বোঝায় আপনি যে পেজে ভিজিট করছেন সেখানে ভিজিট করার এক্সসেস আপনার নেই। এটি বোঝায় সার্ভার আপনার রিকোয়েস্ট ঠিকই বুঝতে পারছে কিন্তু রিকোয়েস্ট অনুযায়ী তথ্য প্রদান করতে পারছে না। অর্থাৎ সার্ভার আপনাকে এই 403 Error এর মাধ্যমে বোঝাচ্ছে যে আপনি যে কনটেন্টগুলো এক্সসেস করতে চাচ্ছেন তার পারমিশন আপনার নেই।

ওয়েব ডিজাইনাররা 403 Error পেজ ডিজাইন করে বিভিন্ন স্টাইলে শো করতে পারে, যদিও সব পেইজের উদ্দেশ্য একই। এই জন্য আপনি 403 Error পেজ বিভিন্ন রূপে দেখতে পারেন যেমন:

  • 403 Forbidden
  • HTTP 403
  • Forbidden
  • HTTP Error 403 – Forbidden
  • HTTP Error 403.14 – Forbidden
  • Error 403
  • Error 403 – Forbidden
  • Forbidden: You don’t have permission to access [directory] on this server

403 Forbidden কেন হয়?

এই এরোর অধিকাংশ ক্ষেত্রে দুইটি কারণে হয়ে থাকে, প্রথম কারণ: ইউজার যে পেইজে ভিজিট করছে ওয়েবসাইট ওনার সেই পেইজের কনটেন্ট এক্সসেস করার পারমিশন অফ করে রেখেছে বা শুধুমাত্র নিদির্ষ্ট কিছু ইউজারের জন্য এক্সসেস দিয়ে রেখেছে। যার কারণে সাধারণ ইউজাররা 403 Forbidden Error দেখতে পাচ্ছে।

দ্বিতীয় কারণ: ইউজার যে পেইজ ভিজিট করার রিকোয়েস্ট করেছে সেটা ভিজিট করার পারমিশন আগে হয়তো ছিলো কিন্তু এখন ওয়েব মাস্টার  ভিজিট করার এক্সসেস অফ করে দিয়েছে, যার কারণে ইউজার 403 Forbidden Error পাচ্ছে।

403 Forbidden কিভাবে সলভ করবেন?

ব্রাউজার ক্যাশ, কুকিজ ডিলেট করুন

ব্রাউজারের ক্যাশ রিমুভ করে পেজ ভিজিট করার চেষ্টা করুন, যদি তারপরেও সলভ না হয় ব্রাউজারের কুকিজ ডিলেট করুন এবং ব্রাউজার রিস্টার্ট করে পেজ ভিজিট করার চেষ্ট করুন।

ইউআরএল চেক করুন

আপনি যে ইউআরএল ভিজিট করছেন তা ভালো করে চেক করে দেখুন ইউআরএল এ কোন ভুল আছে কিনা। অনেক সময় মিসটেক ইউআরএল এ ভিজিট করার জন্য 403 Forbidden Error শো করে।

রেস্ট্রিকশন সাইট কিনা যাচাই করুন

এমন অনেক ওয়েবসাইট আছে যা শুধু নিদির্ষ্ট কিছু ইউজারকে এক্সসেস প্রভাইড করে লগিন ইনফোর মাধ্যমে। তাই এইসব সাইটের যদি আপনি মেম্বার না হন তো ভিজিট করলে 403 Error দেখতে পারেন।

কিছুক্ষণ অপেক্ষা করে চেক করুন

অনেক সময় এটি অটোমেটিক সলভ হয়ে যায় তাই এরোর পেলে কিছু সময় অপেক্ষা করুণ এবং পেজ রিলোড করে চেক করুন সলভ হয়েছে কিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top