401 Unauthorized Error কি?

401 Unauthorized Error কি?

ওয়েবসাইট ভিজিট করার সময় অনেক ক্ষেত্রে 401 Unauthorized এই ম্যাসেজ টি শো করে। এই 401 Unauthorized Error মূলত একটি HTTP status code যা দ্বারা বোঝায় আপনি যে পেইজটি এক্সসেস করার ট্রাই করছেন সেটি ততক্ষণ এক্সসেস করতে পারবেন না যতক্ষণ না আপনি ভ্যালিড আইডি, পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।

আবার লগিন করার পরেও যদি আপনি 401 Unauthorized Error দেখতে পান এর মানে বোঝায় আপনি যে লগিন ডিটেইলস দিয়ে লগিন করেছেন তা কোন কারণে ইনভ্যালিড।

401 Unauthorized Error ভিন্ন ভিন্ন রূপে শো করতে পারে, কেননা অনেক ওয়েবসাইটে এই পেইজ কাস্টোম ডিজাইন এর মাধ্যমে শো করে যেমন:

  • 401 Unauthorized
  • Authorization Required
  • HTTP Error 401 – Unauthorized

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top