400 Bad Request কি?

400 Bad Request কি?এর সমাধান কি?

400 Bad Request হলো একটি HTTP status code  যা দ্বারা বোঝায় ইউজার সার্ভারে যে রিকোয়েস্ট পাঠাচ্ছে তা ইনকারেক্ট অথবা করাপ্টেড। 400 Bad Request এটি সার্ভার সাইড এরোর না, ক্লায়েন্ট সাইড এরোর। অর্থাৎ ইউজারের কোন সমস্যার কারণে এই এরোর শো করে।

400 Bad Request কেন দেখায়?

যখন ওয়েব সার্ভারে কোন অসম্পূর্ণ বা করাপ্টেড রিকোয়েস্ট পাঠায় তখন সার্ভার সেই রিকোয়েস্টটি ঠিকভাবে বুঝতে পারেনা, আর তখন 400 Error শো করে।

400 Error যেভাবে শো করে

400 Bad Request একেক ওয়েবসাইটে একেক রকম ভাবে শো করে। কিছু কিছু ওয়েবসাইটে ডেভেলোপারা 400 Error এর জন্য আলাদা কাস্টোম পেজ ডিজাইন করে থাকে, তাই আপনি ভিন্ন ভিন্ন রূপে এটি দেখতে পারেন যেমন: 

  • 400 Bad Request
  • Bad Request – Invalid URL
  • HTTP Error 400 – Bad Request
  • Bad Request: Error 400
  • HTTP Error 400. The request hostname is invalid.
  • Bad Request. Your browser sent a request that this server could not understand.
  • 400 – Bad request. The request could not be understood by the server due to malformed syntax. The client should not repeat the request without modifications.

ইন্টারনেট এক্সপ্লোয়ার ব্রাউজারে এই ম্যাসেজের মাধ্যমে এরোর শো করতে পারে: The webpage cannot be found

400 Bad Request  সমাধান করার উপায়

পেজ রিলোড করুন

ওয়েবপেজ রিফ্রেশ করুন, যদি এটি টেম্পোরারি প্রবলেম হয়ে থাকে তাহলে পেজ রিফ্রেশ করলেই ঠিক হয়ে যাবে অটোমেটেকলি।

ইউআরএল চেক করুন

ভুল ইউআরএল এ ভিজিট করার জন্য সবথেকে বেশি 400 Error এসে থাকে, তাই আপনি যে ইউআরএল ভিজিট করছেন তা ভালোভাবে চেক করে দেখুন ইউআরএল এ কোথাও ভুল আছে কিনা।

ব্রাউজার ক্যাশ, কুকিজ ডিলেট করুন

400 Error একটি অন্যতম কারণ হলো করাপ্টেড কুকিজ ডাটা। ওয়েবসাইটের অনেক আগের অথবা করাপ্টেড  ক্যাশ, কুকিজ জমে থাকার জন্য এই এরোর শো করতে পারে। তাই ব্রাউজারের ক্যাশ রিমুভ করে পেজ ভিজিট করার চেষ্টা করুন, যদি তারপরেও সলভ না হয় ব্রাউজারের কুকিজ ডিলেট করুন এবং ব্রাউজার রিস্টার্ট করে পেজ ভিজিট করার চেষ্ট করুন।

ফাইল সাইজ চেক করুন

ওয়েবসাইটে কোন ফাইল আপলোডের সময় যদি 400 Error শো করে তাহলে আপনি ফাইল সাইজ লিমিটেশন ক্রস করে ফাইল আপলোড করেছেন। অর্থাৎ আপনার আপলোড লিমিটেশন যদি হয় সবোর্চ্চ ১০ এমবি, আর আপনি যদি এই ১০ এমবির চেয়ে অধিক সাইজের ফাইল আপলোড করতে যান তাহলে 400 Error শো করবে।

ভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করুন

যে ওয়েবসাইট ভিজিট করতে এরোর পাচ্ছেন সেটি বাদে অন্য কোন ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করুন যদি সেখানেও একই প্রবলেম ফেস করেন তাহলে সম্ভবত আপনার কম্পিউটার অথবা নেটওয়ার্কের কোন সমস্যার জন্য এমন প্রবলেম হচ্ছে।

ব্রাউজার এক্সটেনশন ডিএকটিভ

আপনার ব্রাউজারে যদি এমন কোন এক্সটেনশন থাকে যেটি ওয়েবসাইটের কুকিজ তে এফেক্ট ফেলে তাহলে টেম্পোরারি কিছুক্ষণ এই ধরণের এক্সটেনশনগুলো ডিএকটিভ করে রাখুন এবং ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top